২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ছাগলনাইয়ায় মহানবী (সঃ) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
  • Updated Feb 28 2024
  • / 623 Read

 

 

ছাগলনাইয়া প্রতিনিধি;

ছাগলনাইয়ায় আবদুল হক চৌধুরী কলেজের সমাজ কর্ম বিভাগের শিক্ষক মোঃ মিজানুল হকের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ, আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, দেবপুর ফাজিল মাদ্রাসা ও রৌশনাবাদ একাডেমির ছাত্ররা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

 

মঙ্গলবার সকালে আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র ও মহামায়া ছাত্রলীগ নেতা মোঃ রাজু, মিনার হোসেন, তৌফিক মজুমদার, শামিম হোসেন, এবং সাবেক ছাত্র শরিফুল ইসলামের নেতৃত্বে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ হতে শুরু করে মনুর হাট বাজার ঘুরে পূণরায় কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এরপরেই মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ করে কলেজ প্রাঙ্গনে উপস্থিত হয় এবং বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ শেষ করে। 

সকল ছাত্রদের একই দাবী সহকারী অধ্যাপক ইসলামের অবমাননাকারী, হযরত মুহাম্মদ (সঃ) ইসলামকে কুটুক্তি কারী মোঃ মিজানুল হককে কলেজ থেকে বহিষ্কার এবং ফাঁসির দাবী জানান। 

এরপর দুপুরে আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক মাহতাব হোসেন প্রামাণিকের নেতৃত্বে কলেজ শিক্ষকবৃন্দ জরুরী বৈঠক বসেন এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলেজ প্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কলেজ প্রাঙ্গনে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়। 

 

উল্লেখ্য যে, মিজানুল হক ২৫ ফেব্রুয়ারি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করে এবং ইসলামকে অবমাননা করে একটি স্ট্যাস্টাস দেয়। তারই এই প্রতিবাদে ক্ষেপে উঠে তৌহিদী জনতা, স্থানীয়রা, স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ও এলাকাবাসীরা। 

‘রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, এই স্লোগানে স্লোগানে কম্পিত করে কলেজ প্রাঙ্গন।

Tags :

Share News

Copy Link

Comments *