২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে ‘স্মৃতি ৭১’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন বিভাগীয় কমিশনার
  • Updated Feb 28 2024
  • / 443 Read

 

 

নিজস্ব প্রতিনিধি;

ফেনীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথার সংকলন ‘স্মৃতি ৭১’ (১ম খন্ড)’র মোড়ক উম্মোচন করা হয়েছে। মোড়ক উম্মোচনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। 

 

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ফেনী সদরসহ ৬ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ ও দেশের সকল বীরত্বগাঁথা শহীদদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করেন ফেনী জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব। 

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোঃ বাতেন, ফেনী সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোক্তার হোসেইন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামীলীগের সভাপতি আইনজীবী হাফেজ আহম্মদ পিপি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, আইনজীবী প্রিয় রঞ্জন দত্ত, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দাগনভূঞা উপজেলার বীর মুক্তিযোদ্ধা একেএম গোলাম কবীর ভূঁইয়া। 

 

স্মৃতি ৭১ বইয়ের পৃষ্ঠপোষক পোর্টল্যান্ড গ্রুপের কর্ণধার মিজানুর রহমান তাঁর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের বইটি প্রকাশে সহযোগীতা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন বলে মত দেন। 

বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তাঁর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান পূণ:ব্যক্ত করে তাঁদের কল্যানে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা জানান। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাগন বিভাগীয় কমিশনারকে অভ্যর্থনা জানান।

Tags :

Share News

Copy Link

Comments *