২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
পরশুরামে বাল্যবিয়ের দায়ে কনের মায়ের ৬ মাসের জেল
  • Updated Feb 27 2024
  • / 426 Read

 

নিজস্ব প্রতিনিধি: 

ফেনীর পরশুরাম উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করার দায়ে কনের মায়ের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। সোমবার দুপুরের দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে। 

 

 

এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, মির্জানগর ইউনিয়নের মধ্য মনিপুর গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রী সাথে পার্শ্ববর্তী ইউনিয়নের চন্দনা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ কাইয়ুমের ছেলে শহীদের সাথে বিয়ের আয়োজন করে পরিবারের সদস্যরা। বিষয়টি টের পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কিশোরীর বিয়ে বন্ধ ঘোষণা করে কিশোরীর মা কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। 

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, সোমবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা করার কথা ছিলো। দুপুরে আমরা বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনের উপস্থিতি পাই। ওই সময়ে কিশোরীকে নিয়ে তার মা ‘কোর্ট ম্যারিজ’ করার জন্য সিএনজি যোগে ফেনীর দিকে যাচ্ছিলো। পরে তাদেরকে বাড়িতে ফিরিয়ে বিস্তারিত জানার পর বুঝলাম মেয়েটিকে জোর পূর্বক তার মা কোন কারণ ছাড়াই বিয়ে বসতে বাধ্য করেছে। এমতাবস্থায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৬ মাসের জেল দেয়া হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *