২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ’সঠিক বিচারের জন্য সকল সংস্থাকে  আন্তরিক ভাবে কাজ করতে হবে’ -জেলা ও দায়রা জজ
  • Updated Sep 20 2023
  • / 114 Read


নিজস্ব প্রতিনিধি,
ফেনীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠানে মামলার জব্দ তালিকা যথাযথ ভাবে প্রস্তুত ও সাক্ষীদের যথা সময়ে উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করা হয়। সঠিকভাবে জব্দ তালিকা প্রস্তুত না হলে মামলাটি দুর্বল হয়ে যায়। অপরদিকে জব্দ তালিকার সাথে মামলার এজহারের সাথে মিল না থাকলেও আসামীরা সহজেই পার পেয়ে যায়। এছাড়া যথা সময় সাক্ষী উপস্থিত করতে না পারায় মামলার দীর্ঘসুত্রিতা তৈরি হয়। গতকাল মঙ্গলবার বিকালে ফেনী জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরান। 
এসময় তিনি বলেন, একটি মামলা রায় পর্যন্ত পৌঁছতে অনেক এজেন্সি ও সংস্থা কাজ করে। সকল এজেন্সি ও সংস্থার আন্তরিক প্রচেষ্টায় বিচারক একটি সঠিক রায় ঘোষণা করতে পারেন। তাই সবাই যে যার অবস্থানে আছেন; সঠিক ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন। মানুষের জন্য স্বল্প সময়ে সঠিক ও ন্যায় বিচার নিশ্চিত করতে সবাই কাজ করুন। 

ফেনী আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল রাকিবুল হাসান পিএসসি, র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন মোহাম্মদ সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজোয়ান সফিকুল আরমান সাকিল। 
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের সঞ্চালনায় সভার বিষয়বস্তু তুলে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। তিনি বলেন, জব্দ তালিকা যথাযথ ভাবে প্রস্তুত না হলে এবং জব্দ তালিকার সাথে এজহারের মিল না থাকলে ওই মামলার আসামীরা সহজেই ছাড় পেয়ে যায়। তিনি বলেন, ১০২ ধারায় তল্লাশীর সময় অবশ্য স্থানীয় ২ ব্যক্তিকে সাক্ষী রাখতে হবে। জব্দ তালিকায় কোন ভাবেই আসামীর স¦াক্ষর নেয়া যাবেনা। ডিএনএ স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হাসপাতাল থেকে ভিকটিমের আঘাত সম্পর্কে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মেডিক্যাল সনদপত্র দেয়ার অনুরোধ জানানো হয়। 

আদালতের সরকারি কৌশলী হাফেজ জানান, চিকিৎসক ও পুলিশ কর্মকর্তা আদালতে সাক্ষী না দেয়ায় কয়েকটি আলোচিত হত্যা মামলায় রায় প্রদানে দীর্ঘ সুত্রিতা সৃষ্টি হয়েছে। তিনি এসব মামলার সাক্ষীদের দ্রুত আদালতে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন। এ প্রসঙ্গে জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরান বলেন, মামলার দীর্ঘ সুত্রিতা অবশ্যই কমাতে হবে। মামলায় সংশ্লিষ্ট চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের যথা সময়ে আদালতে সাক্ষ্য প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
সভায় ফেনীর সকল থানার ওসি, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন তদন্ত সংস্থা ও এজেন্সির কর্মকর্তাবৃন্দ অংশ নেন। 

Tags :

Share News

Copy Link

Comments *