দৈনিক স্টার লাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর টিউবওয়েল পেলো দুলাল
- Updated Feb 20 2024
- / 728 Read
মোঃ কামরুল হাসান;
দৈনিক স্টার লাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ছাগলনাইয়ায় সরকারীভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) পেলো মৃৎ শিল্পের কারিগর দুলাল পাল।
সোমবার উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আঁধারমানিক গ্রামের দুলাল পালকে জনস্বাস্থ্য বিভাগের দেওয়া ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন হয়। এর আগে দুলাল একটি ডিপ টিউবওয়েল'র জন্য উপজেলা প্রশাসনের বরাবর লিখিত আবেদন করেও কোনো কিছু না হওয়ায় হতাশ হয়ে পড়েন। এরপর ২০২২ সালের ২৮ জুন সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক স্টার লাইন পত্রিকায় 'ছাগলনাইয়ায় মৃৎ শিল্পের কারিগর দুলাল আজও পায়নি কোনো টিউবওয়েল' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে দুলাল পালকে একটি ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত