ফেনী পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হোক - পুলিশ সুপার
- Updated Feb 18 2024
- / 465 Read
স্টাফ রিপোর্টার;
ফেনী পুলিশ সুপার ও বিদ্যালয়র পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হাসান বলেছেন, ফেনী পুলিশ লাইন্স স্কুলে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয় না। তার যোগ্যতা দিয়ে এ প্রতিষ্ঠানে উত্তীর্ণ হতে হয়। মান সম্মত শিক্ষক শিক্ষার্থীদের মান উন্নয়ত করতে পারে। সেক্ষেত্রে একদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ভর্তি করার জন্য তাদের অভিভাবকদের মাঝে প্রতিযোগিতা বেড়ে যাবে। প্রতিষ্ঠানটিতে খেলার মাঠসহ চারদিকে সৌন্দর্য থাকায় শিক্ষার মানও বেড়ে উঠছে। তাই একদিন পুলিশ লাইন্স স্কুলটি অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। বিদ্যালয়র চারো পাশে যেমন সৌন্দর্য আছে ঠিক তেমনি দক্ষ শিক্ষকদের হাতে পরিচর্যার মাধ্যমে ছাত্র ছাত্রীরা মেধা দক্ষতায় বেড়ে উঠবে।
গতকাল ফেনী পুলিশ লাইন্স স্কুল মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ফেনী পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুনাক ফেনী জেলা সভানেত্রী নুসরাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশা: ও অর্থ) দীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ এস শাহুদুল হক বুলবুল।
বিদ্যালয়র শিক্ষক মো: মোস্তফা ও রহিমা সুলতানা যৌথ সঞ্চালনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়র শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে ১৫০জন বিজয়কে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত