ফেনীতে এডভোকেট প্রিমিয়ার লীগের সমাপনী
- Updated Feb 11 2024
- / 426 Read
শহর প্রতিনিধি;
ফেনী জেলা আইনজীবী সমিতির আয়োজনে শনিবার (১০ফেব্রুয়ারী) জেলা পুলিশ লাইন মাঠে প্রথমবারের মতো দিনব্যাপী এডভোকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে।
আইনজীবী সমিতির তরুন আইনজীবীরা চারটি ভাগে বিভক্ত হয়ে দিন ব্যাপী সীমিত ওভারের ক্রিকেট লীগে অংশগ্রহণ করেন। দিনব্যাপী ক্রিকেট শীগকে আকর্ষণীয় করার লক্ষ্যে আইনজীবীরা ফেনীর চারটি নদীর নামে তাদের দলগুলোর নামকরণ করেন। দলগুলো হলোঃ ফেনী নদী / মুহুরী নদী / কহুয়া নদী ও কালিদাস পাহেলিয়া নদী। দিনব্যাপী সীমিত ১২ ওভারের খেলা শেষে ফাইনালে উঠে আসে কহুয়া ও কালিদাস পাহেলিয়া নদী।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কহুয়া নদী।নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে এডভোকেট আবু সাঈদের হার না মানা ৭৫ রানের সুবাদে ১৫৮ রান করতে সমর্থ হয়।
কালিদাস পাহেলিয়া জয়ের জন্য ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১রান করে। ফলে ৮ উইকেটে টিম কহুয়াকে পরাজিত করে প্রথমবারের মতো অনুষ্ঠিত ২০২৪ সালের এডভোকেট প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালেল ম্যান অব দা ম্যাচ ও টূর্ণামেন্ট সেরার পুরস্কার জিতে নেন টিম কালিদাসের খেলোয়ার এডভোকেট ফরহাদ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোঃ আবদুছ ছাত্তার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন আইনজীবি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, নুরুল আমিন খান, গোলাম কিবরিয়া ভূঞা, আমিনুল করিম মজুমদার, সদস্য মোঃ ইউসুফ, আনোয়ার হোসেন ফরহাদ, মাঈন উদ্দিন রাজু ও বর্তমান কমিটির দপ্তর ও লাইব্রেরি সম্পাদক মোশাররফ হোসেন।
এছাড়া ও আইনজীবিরা সমিতির অন্যান্য সদস্যরা খেলা উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন।
টূর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন এডভোকেট মোঃ মীর মোশাররফ হোসেন মানিক।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত