২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফকির হাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সাত শতাধিক গাছের চারা পেল শিক্ষার্থীরা
  • Updated Feb 10 2024
  • / 649 Read

 

 

সদর প্রতিনিধি: 

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকির হাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 

 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর চৌধুরী।

 

বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক, পরিচালনা পর্ষদের দাতা সদস্য শেখ সেলিম, সদস্য ছানা উল্লাহ ফয়সাল প্রমুখ।   

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিক বলেন, আমরা ছোট বেলা থেকেই দেখতাম স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ী হলে প্লেট, বাটি, গ্লাস, জগ পুরস্কার দেয়া হতো। এসব আমাদের তেমন কোন কাজে আসতোনা। এখন পর্যন্ত ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার হিসাবে প্লেট, বাটি, গ্লাস, জগ পুরস্কার দেয়া হয়। আমরা ওই সংস্কৃতি থেকে বের হয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মহামূল্যবাদ গাছের চারা ও ক্রেস্ট দিয়েছি। এতে করে এক দিকে গাছের থেকে পাওয়া অক্সিজেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। অন্যদিকে ফলজ, ঔষধি, বনজ ও কাঠের চাহিদার জোগান দেবে। 

Tags :

Share News

Copy Link

Comments *