ফেনীতে পরিবহন মালিক-শ্রমিকদের সংবর্ধনা অনুষ্ঠিত ‘পরিবহন মালিক-শ্রমিকদের অধিকার রক্ষায় আজীবন কাজ করবো’ -জাফর উদ্দিন
- Updated Feb 10 2024
- / 422 Read
নিজস্ব প্রতিনিধি;
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের নব নির্বাচিত সভাপতি জাফর উদ্দিন বলেছেন, গত কয়েক বছর যাবত টোকেন বাণিজ্য ও সড়কে চাঁদাবাজীর কারণে ফেনীর বদনাম হয়েছে। এর কারণে ফেনীতে পরিবহন সেক্টর কলংকিত হচ্ছে। মালিক-শ্রমিকরা কলংকিত হচ্ছে। আগামীতে ফেনীতে টোকেন বাণিজ্য ও সড়কে চাঁদাবাজী করতে দেয়া হবে না। ফেনীর পরিবহনের মালিক-শ্রমিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এসব ধান্দাবাজি বন্ধ করা হবে। নিজাম উদ্দিন হাজারী এমপি হওয়ার পর থেকে ফেনীতে আমরা ভালো আছি। আগামীতেও ভালো থাকতে চাই। কিন্তু কেউ ফেনীর বদনাম করলে নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনার আলোকে আমরা তাকে ছাড় দেবোনা। যারা ফেনীর সুনাম নষ্ট করবে, আমরা তাদের সাথে থাকবোনা।
হাইওয়ে পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনকে সংবর্ধনা দেয় ফেনী জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও ফেনী জেলা ট্রাক-মিনিট্রাক, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ৪৩৫ এর সদস্যরা। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল স্টার লাইন সিএনজি স্টেশন সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমিও একজন শ্রমিক। মালিক শ্রমিকদের সাথে সব সময় আমার চমৎকার একটি সম্পর্ক রয়েছে। শ্রমিকদের আন্তরিকতায় স্টার লাইন আজ পরিবহন থেকে একটি বৃহৎ গ্রুপ হয়েছে। আমি সব সময় মালিক-শ্রমিকদের বিপদে-আপদে, সুখে-দু:খে পাশে ছিলাম। এখনও আছি। ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আপনারা যেকোন সময়ে আমাকে পাশে পাবেন।
ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বুলবুলের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য শ্রমিক নেতা আজম চৌধুরী। সাংবাদিক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া, ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।
বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য শ্রমিক নেতা মো. ইয়াসির আরাফাত দিলু, মহিপাল হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য দাউদুল ইসলাম সুমন। অতিথি ছিলেন ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল ও ফেনী জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন পারভেজ। বক্তব্য রাখেন, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি জাফর উদ্দিন, শ্রমিক নেতা জসিম উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোর্শেদা আক্তার মিয়াজী ও শ্রমিক ইউনিয়নের সদস্য সালা উদ্দিন মানিক।
সংবর্ধনা অনুষ্ঠানে এসেট রিয়েল এস্টেট এর পরিচালক এমএম এপলু ভূইয়াসহ বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত