২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সালাহউদ্দিন মোড় এলাকায় র‌্যাবের অভিযান ১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ২
  • Updated Feb 07 2024
  • / 426 Read

 

শহর প্রতিনিধি: 

ফেনী থেকে ১০০ কেজি গাঁজা নিয়ে ঢাকায় যাওয়ার সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযানের পর গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের ভূজপুর থানার পূর্ব সোনাই কড়ই বাগান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭), বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন বাবলু (২৮)। 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকায় সন্দেহ ভাজন পরিবহন তল্লাশি চালায়। এ সময় পূর্ব দিক থেকে আসা একটি পিকআপ তল্লাশি চালিয়ে লোহার বাক্সে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক বেলাল হোসেন ও মাদক কারবারি বাবুল হোসেনকে আটক করা হয়। মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে র‌্যাব সদস্যরা।  

 

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক দুই ব্যক্তি, জব্দকৃত গাঁজা ও পিকআপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

Tags :

Share News

Copy Link

Comments *