সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে স্টার লাইন ক্যাডেট কোচিং
- Updated Feb 05 2024
- / 610 Read
সংবাদ বিজ্ঞপ্তি:
বিগত বছরগুলোর ন্যায় এবারও ধারাবাহিক সফলতা ধরে রেখেছে স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার।
গত ২৩ ডিসেম্বর ২০২৩ সালে অনুষ্ঠিত সরকারি ক্যাডেট কলেজের ৭ম শ্রেণীর ভর্তি পরীক্ষায় স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আজ (৫ ফেব্রুয়ারী) সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায় এবার ফেনী জেলা থেকে উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীর মধ্যে সবাই স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থী। ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদ ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
২০১৪ সালে শুরু হওয়া এ সেন্টার থেকে অংশ নিয়ে ২০১৫ সালেই ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে জেলাজুড়ে প্রশংসিত হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১৬ সালে ১৪ জন, ২০১৭ সালে ৪ জন, ২০১৮ সাথে ৭ জন, ২০১৯ সালে ৫ জন, ২০২০ সালে ৬ জন, ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৭ জন, ২০২৩ সালে ১০ জন ও চলতি বছরে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে অধ্যায়নের সুযোগ লাভ করে। এ পর্যন্ত স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার থেকে ৭৩ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর অনুষ্ঠিত ক্যাডেট কলেজ ভর্তির লিখিত পরীক্ষায় স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণরা হচ্ছেন, জুনায়েদ আরিফিন (ইনডেস্ক নং-১১১১০০০১৮২), মাঈশা বিনতে নাছির (ইনডেস্ক নং- ২১১১০০০১৫৩), আবিদ ইকবাল (ইনডেস্ক নং-১১১১০০০১৮৫), মাইমুনা হোসাইন (ইনডেস্ক নং-২১১১০০০১৪০), নাফিজুর রহমান নাফিজ (ইনডেস্ক নং- ১১১১০১০২১৮), ঔশি বিনতে ইয়াকুব (ইনডেস্ক নং-২১১১০০০১৪৬), স্বর্ণা আক্তার (ইনডেস্ক নং-২১১১০১০০৭৬) ও সোনেহরা ইসলাম (ইনডেস্ক নং-২১১১০০০০২৩)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে মৌখিক ও শারিরিক পরীক্ষায় অংশগ্রহন শেষে চুড়ান্ত ভর্তির তালিকায় যুক্ত হবে।
স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের কো-অর্ডিনেটর নেয়ামত উল্যাহ জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজ কেন্দ্রে বৃহত্তর নোয়াখালী এলাকার সাড়ে ৪’শ শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ফেনীর ৮ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ হওয়া এই ৮ জন শিক্ষার্থী স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার এর শিক্ষার্থী।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জাফর উদ্দিন জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এ কোচিং সেন্টারটি ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় চমক দেখিয়ে যাচ্ছে। আমাদের পরিচালিত কোচিং ফেনীর ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণে কাজ করার পাশাপাশি অভিভাকদের প্রত্যাশা পূরণ করছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে তিনি সকল শিক্ষক, পরিচালক ও অভিভাবকদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত