২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে বীরমুক্তিযোদ্ধার লাশ দাফনে অবহেলা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের দুঃখ প্রকাশ
  • Updated Jan 30 2024
  • / 472 Read

 

সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে মোহাম্মদ হানিফ মোল্লা নামে একজন বীরমুক্তিযোদ্ধার লাশ দাফনে অবহেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল ১০ টায় পৌরসভার মাস্টার পাড়া এলাকায় নিজ বাড়ীর সামনে নামাজে জানাজাসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পূর্ব নির্ধারিত সময়ের আগে আত্মীয় স্বজন ও এলাকাবাসী একত্রিত হলেও দেখা মিলেনি মুক্তিযোদ্ধা সংসদ কিংবা উপজেলা প্রশাসনের কোন প্রতিনিধির। 


পরে বীরমুক্তিযোদ্ধার দৌহিত্র ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শেফায়েত উল্লাহ শাহিন মোবাইল ফোনে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার কে ঘটনা অবগত করলে তাঁর হস্তক্ষেপে দেড় ঘন্টা দেরীতে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ও সহকারি কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন।  
প্রত্যক্ষদর্শিরা জানান, এসময় উপস্থিত মুসল্লীরা ক্ষুব্দ হয়ে উঠলে জানাজা না পড়েই চলে আসেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ নাছির উদ্দিন। পরে জানাজা পূর্ব সময়ে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম অনীক চৌধুরী। 
বীরমুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম ও শহীদুল ইসলাম সম্রাট প্রতিবেদককে জানান, আমরা গতকাল সকালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের সাথে পরামর্শ করেই গতকাল সকাল ১০ টায় জানাজার সময় নির্ধারণ করি। কামান্ডার সাহেব আমাদের বাড়ীতে ও এসেছেন। কিন্তু সকাল বেলায় তাঁর এমন অবহেলায় আমরা হতাশ। 


এবিষয়ে জানতে চাইলে জানাজায় উপস্থিত ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন জানান, এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। 
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ জানান, সকাল ৯ টায় আমাদের কে জানানো হয়েছে ১০ টায় জানাজা। তথ্য জানার পর দ্রুততম সময়ের মধ্যেই টিম রেডি করে পাঠিয়েছি।  
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, বীরমুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাদেরকে দেরিতে জানানো হয়েছে। তাই নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌঁছতে দেরী হয়েছে। এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

Tags :

Share News

Copy Link

Comments *