০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র, ১৪৩১
ফেনীতে বাজার মনিটরিং জোরদার দাম বেশি রাখায় ৪ দোকানীর জরিমানা
  • Updated Sep 19 2023
  • / 208 Read

 

নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে ডিম, পেয়াজ ও আলুর দাম বেশি রাখায় ৪ দোকানীর জরিমানা করা হয়েছে। সোমবার ফেনীর বড় বাজারে ভোক্তা অধিকার ও রবিবার দাগনভূঞা উপজেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংকালে অতিরিক্ত মূল্য নেয়া ও যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করায় এ জরিমানা করা হয়েছে। 
ভোক্তা অধিকার জানায়, সোমবার ফেনী শহরের বড় বাজারে সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করায় রয়েল ট্রেডার্সকে ৫ হাজার ও ছিদ্দিকুর রহমান বাণিজ্যালয়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এদিকে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার রাতে দাগনভূঞাঁ বাজার মনিটরিং করা হয়। এসময় অতিরিক্ত মূল্যে ডিম, আলু ও পেয়াজ বিক্রি করায় সুমন ব্রাদার্সকে ৩ হাজার ও মফিজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং নিয়মিত করা হবে বলে জানানো হয়েছে। 

Tags :

Share News

Copy Link

Comments *