সোনাগাজীতে শিল্পকলি সাংস্কৃতিক কেন্দ্রের বর্ষপূর্তি উদযাপন
- Updated Jan 28 2024
- / 648 Read
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলি সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, তবলা লহরা প্রদর্শনী, গান, কবিতা আবৃত্তি, নৃত্য প্রদর্শনী, কেক কাটা ও স্মৃতিচারণ ইত্যাদি।
শনিবার সকালে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুল আলম মিস্টার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও বিটিভির নিবন্ধিত শিল্পী ইকবাল চৌধুরী। সোনাগাজীর সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মি মোরশেদ আলম প্রিন্স।
শিল্পকলি সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক নুরুল আমিন পলাশের সভাপতিত্বে ও সাংবাদিক ইকবাল হোসাইনের সঞ্চালনায় এসময় দৈনিক যুগান্তর প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আলমগীর হোসেন রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি এস.এন আবছার, দৈনিক অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা বেগম, আল-হেলাল একাডেমীর সিনিয়র শিক্ষক সেলিম আলদীন, মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ একরামুল হক, প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের শিক্ষক ফারহানা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল, সেলিম আল দীন নাট্যচর্চা কেন্দ্রের যুগ্ম সম্পাদক পলাশ বাবু, যুবলীগ নেতা শাহজাহান সাজু, যুবলীগ নেতা আবদুল সালাম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শন পরিচালনা করেন শিল্পকলির সংগীত শিল্পী ফারিহা আনজুম হৃদি, তবলা শিক্ষক মেহেদী হাসান নাহিদ, নৃত্য শিক্ষক হরি প্রিয়া শর্মা লিসা, চিত্রাংকন শিক্ষক অন্তর।
এসময় সোনাগাজীর শিল্পী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক সাংবাদিক ও পেশাজিবী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত