২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থী কম থাকা স্কুলে নুরানী শিক্ষা সংযুক্ত করার পরামর্শ
  • Updated Jan 24 2024
  • / 503 Read


সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, যে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ১শ এর নিচে রয়েছে; সেসব স্কুল গুলোতে স্থানীয় ভাবে একজন নুরানী শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলের সাথে সংযুক্ত করে নেয়া যেতে পারে। তাহলে শিক্ষার্থীর পরিমান বাড়বে। অভিভাবকরাও স্কুলে শিক্ষার্থী দিতে আগ্রহ পাবেন। সে ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের থেকে সহযোগিতা নিয়ে ওই নুরানী শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে হবে। 


মঙ্গলবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল এসব কথা বলেন। 
এসময় তিনি বলেন, ফেনীর অনেক প্রাথমিক বিদ্যালয়ে একদিকে দিন দিন শিক্ষার্থী ভর্তির হার কমছে। অপরদিকে পাড়ায় মহল্লায় নুরানী মাদ্রাসা বেড়েছে। ধর্মীয় কারণসহ নানা কারণে অভিভাবকরা নুরানী শিক্ষার দিকে ঝুকেছেন। অথচ প্রতিটা স্কুলে সরকার যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়ে ৭/৮ জন শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ১শর নিচে নেমে গেছে। তাই অভিভাবকদের চাহিদার কথা বিবেচনা করে শিক্ষার্থীর ভর্তির হার বাড়াতে স্কুলগুলোতে একজন করে নুরানী শিক্ষক নিয়োগ দেয়া যেতে পারে।

এতে করে স্কুলে শিক্ষার্থী বাড়বে। প্রাথমিক বিদ্যালয়গুলো অভিভাবকদের চাহিদা পূরণে সামর্থ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিভাগীয় কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। উপজেলায় চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, ভাইস চেয়ারম্যান জোস্না আরা জুসি, উপজেলা প্রকৌশলী দিপ্তদাস গুপ্ত, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. তানভীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম প্রমূখ। এছাড়াও সভায় সকল সরকারী বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

Tags :

Share News

Copy Link

Comments *