বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ
- Updated Jan 23 2024
- / 459 Read
‘নির্বাচনের আগেও পাশে ছিলাম
নির্বাচনের পরেও সাথে আছি’
-শুসেন চন্দ্র শীল
সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বালিগাঁও ইউনিয়নের মানুষ যেভাবে অংশগ্রহন করে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন আমি এতে অবিভূত হয়েছি। আমি এ ইউনিয়নের মানুষ হতে পেরে ধন্য মনে হয়েছে। নির্বাচনের আগেও আমি আপনাদের পাশে ছিলাম; নির্বাচনের পরেও আমি আপনাদের পাশে আছি। আগামীতেও বিপদে আপদে; ভালো মন্দে আমাকে আপনারা সাথে পাবেন।
গতকাল সোমবার বিকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার দর্শন; সব মানুষের উন্নয়ন। তাই উন্নয়নের ক্ষেত্রে ফেনীতে কোন বৈষম্য নেই। আজকে যারা শীতার্তদের তালিকায় রয়েছেন তাদের মাঝে সবাই আমাদের দল করেন সেটি আমি বিশ^াস করিনা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে। নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা মোতাবেক আমরা দল-বিদল না দেখে প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করি এতে প্রান্তিক জনপদের মানুষের উপকার হবে। অন্তত কিছুটা হলেও শীত নিবারণ হবে।
এসময় বালিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহনুর আলম, জসিম উদ্দিন, আফতাব বিবি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল উদ্দিন মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হানিফ কিরন, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক, বর্তমান সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বালিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুরুচিয়ার, ৫নং ওয়ার্ড জেলে পাড়া ও ২নং ওয়ার্ড মধুয়াই এলাকার ৩ শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দেন শুসেন চন্দ্র শীল।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত