২৮ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
ফেনীতে হেফাজতে ইসলামের কর্মী সম্মেলন ফেনী জেলা, সদর ও পৌরসভায় পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
  • Updated Jan 22 2024
  • / 481 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নব গঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ফেনী শহরের খাজুরিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফেনী জেলা, ফেনী সদর উপজেলা ও ফেনী পৌরসভা কমিটি ঘোষণা করা হয়। 


সাংগঠনিক সূত্রে জানা যায়, ১৭০ সদস্য নিয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাওলানা আফজালুর রহমানকে সভাপতি ও মাওলানা ওমর ফারুক কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও জেলা কমিটিতে সহ সভাপতিরা হচ্ছেন, মাওলানা আবদুল হান্নান, সাইফুদ্দীন কাসেমী, মোমিনুল হক জাদীদ। সহ সেক্রেটারী করা হয়েছে, জাফর আহমদ চৌধুরী, মীর হোসাইন, কারী কাশেম, কাশেম নোমানী, আবুল খায়ের মাসুম, মো. আলী মিল্লাত, মুফতি কামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন ফারুক, অর্থ সম্পাদক মুফতি শাহ ইমরান ও প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান গনী। 


সভায় ১৩০ সদস্য নিয়ে ফেনী সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয় মুফতি মোফাসসের মামুনকে। সেক্রেটারী মাওলানা আইয়ুব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মুফতী জামাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা লোকমান মাহমুদ। 
সভায় ১২৪ সদস্য নিয়ে ফেনী পৌর কমিটি ঘোষণা করা হয়। পৌর কমিটিতে সভাপতি মুফতি মনসুরুল হক, সেক্রেটারী মাওলানা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জর, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ ও প্রচার সম্পাদক মাওলানা আবদুল মোমিন। 

Tags :

Share News

Copy Link

Comments *