ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির আর্থিক অনুদান পেলো ৩৯ শিক্ষক
- Updated Jan 21 2024
- / 447 Read
স্টাফ রিপোর্টার;
ফেনী সদর উপজেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর সুবিধা, চিকিৎসা সহয়তা প্রদান এবং নবীন শিক্ষকদের বরণ করা হয়েছে। এতে ৩৯ জন শিক্ষকের মাঝে সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
গতকাল শনিবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে সদর উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা সভাপতি মোহাং আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক সমিতির ফেনী জেলা সভাপতি ফকির আহাম্মদ ফয়েজ, লেমুয়া শেখ মজিব উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ফেনী মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম।
বিটিএ ফেনী সদর উপজেলা সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, ফাজিলপুর ডবলিউ কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশীদ ভূইয়া, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: গিয়াস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলকে সদর উপজেলা শিক্ষক সমিতির আজীবন দাতা সদস্য মনোনীত করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত