২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সংসদ নির্বাচনে দলীয় কর্মী অংশগ্রহন করায় ফেনী বিএনপির তৃণমূলে ক্ষোভ
  • Updated Jan 20 2024
  • / 453 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোট বর্জন করেছিলো দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সেক্ষেত্রে ফেনী জেলায় বিএনপির কিছু নেতাকর্মী অতি উৎসাহী হয়ে এ নির্বাচনে আওয়ামী লীগসহ অন্যান্য প্রার্থীদের পক্ষে কাজ করেন। এ নিয়ে দলের কয়েকজনকে বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে যাদেরকে নেটিশ দেয়ার পর কোন জবাব দেয়নি, তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যব¯’া গ্রহন না করায় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। 
দলীয় সূত্রে জানায়, সরকার পতনের এক দফা দাবি ও ডামি নির্বাচন বর্জনের দাবীতে ফেনীতে বিগত আন্দোলনে বিএনপির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও কিছু কিছু নেতাকর্মী গোপনে ও প্রকাশ্যে সরকার দলের সাথে আঁতাত করেছে বলে নেতাকর্মীরা দাবী জানান। তারা বলেন, কেউ দলের জন্য জীবন দিবে আর কেউ বসে বসে মজা লুটবে তা হতে পারেনা। এ সমস্ত ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিষয়ে সাংগঠনিক ব্যব¯’ার গ্রহণ করা হোক। 
নাম প্রকাশ না করার শর্তে কিছু নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মোট সাতজন নেতার বিরুদ্ধে আন্দোলনে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণ ছিলো। তাদের মধ্য থেকে ৩ জনকে বহিষ্কার করা রয়েছে। বহিষ্কৃতরা হ”েছন, জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি মামুন পাটোয়ারী ও জেলা যুবদলের সহ সমাজ কল্যাণ সম্পাদক ইমরান হোসেন পাঠান। 


কিš‘ জেলা বিএনপি সদস্য জামাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির সদস্য ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বা”চু, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারী এবং ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সদস্য মো: মোস্তফার বিরুদ্ধে এ পর্যন্ত কোন ব্যব¯’া গ্রহণ না করায় উক্ত নেতাকর্মীরা  ক্ষুব্ধ হন। তারা বলেন,  কাউকে শাস্তি দিবেন কাউকে দিবেন না তা হতে পারেনা। শৃঙ্খলা ভঙ্গকারী বাকীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যব¯’া গ্রহণ করে দৃষ্টান্ত ¯’াপন করা হোক। যাতে ভবিষ্যতে কেউ দলের পদে থেকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবং শৃঙ্খলা ভঙ্গের দুঃসাহস দেখাতে না পারে। অন্যথায় দলের নিবেদিত নেতাকর্মীরা হতাশ হবে। যার নেতিবাচক প্রভাব পড়বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে।


এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, সোশ্যাল মিডিয়াতে দলীয় পদে থেকে নির্বাচনী প্রচারণায় তাদের সংশ্লিষ্ট কার্যক্রম দৃষ্টিতে আসে। বিষয়টি দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমরা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমুলক পদক্ষেপ গ্রহন করেছি। তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বাকিদের মধ্যে জেলা বিএনপির যারা দায়িত্ব রয়েছে তাদের সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেবে।

Tags :

Share News

Copy Link

Comments *