ফেনী থিয়েটার’র ৩৫ বছরে পদার্পনে শুভেচ্ছা বিনিময় ‘এ অঞ্চলের সেরা নাট্যদল ফেনী থিয়েটার’ -তানভীর আলাদিন
- Updated Jan 16 2024
- / 420 Read
স্টার লাইন ডেস্ক;
ফেনীর জনপ্রিয় দর্শক নন্দিত থিয়েটার ফেনী থিয়েটার ৩৫ বছরে পদার্পন করেছে। ৩৫ বছরে পদার্পন উপলক্ষে গতকাল রাতে শহরের রাজাঝি দীঘির পাড়স্থ অফিসার্স ক্লাব সংলগ্ন ফেনী থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।
ফেনী থিয়েটার’র প্রধান সমন্বয়কারী তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু সঞ্চালনায় শুভেচ্ছা বিনময় করেন ফেনী থিয়েটারের যুগ্ম সদস্য সচিব নাজমুল হক শামীম, অর্থ সমন্বয়কারী ফজলুল হক রনি, দপ্তর সমন্বয়কারী ফাতেমা জান্নাত শশী, প্রচার ও প্রযোজনা সমন্বয়কারী ইরফান মিয়াজী ও প্রযোজনা সমন্বয়কারী আবদুল্লাহ আল ফাহাদ।
এসময় সদস্য দিদার উল্যাহ মজুমদার, সাজ্জাতুল ইসলাম সানি, মো. রকিবুল ইসলাম (অনিক), দিপা শর্মা, মো. আনাছ, মো. ফয়সাল উদ্দিন, হুসাইন মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
থিয়েটার'র প্রধান সমন্বয়কারী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)' র ন্যাশনাল ডেস্ক ইন-চার্জ তানভীর আলাদিন বলেন- ৩৫ বছর আগে আমরা কয়েকজন তরুণ মিলে ফেনী থিয়েটার গড়েছিলাম। এখন এই অঞ্চলের নাট্যদলগুলোর মধ্য ফেনী থিয়েটার অন্যতম সেরা দল। বিগত সময়ে এ থিয়েটার অনেক মঞ্চ নাটক ও পথ নাটক দর্শকদের মনে দাগ কেটে নিয়েছে। তারই ধারাবাহিকতা আগামীতে বড় একটি নাট্যোৎসব এর প্রস্তুতি নিচ্ছে ফেনী থিয়েটার।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন। এসময় সংগঠনের নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ১ জানুয়ারি একঝাঁক তরুণের সম্মিলিত উদ্যোগে ফেনী থিয়েটার প্রতিষ্ঠা হয়। গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তভূক্ত থিয়েটারটি গত ৩৫ বছরে দর্শক নন্দিত অনেক নাটক মঞ্চস্থ করেছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত