নির্বাচনী কাজে অংশ নেওয়ায় ফেনীতে দুই যুবদল নেতা বহিষ্কার
- Updated Jan 15 2024
- / 440 Read
নিজস্ব প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কাজে অংশগ্রহণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী জেলা যুবদলের সহসভাপতি মামুন পাটোয়ারী এবং সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন পাঠানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার (১৪ জানুয়ারি) কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঠানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্ত অমান্য করে জাতীয় পার্টির প্রার্থী জেনারেল মাসুদের নির্বাচনে সহায়তা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি মামুন পাটোয়ারীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন পাঠানকে দল থেকে বহিষ্কার হয়।
ফেনী জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনে কাজ করার অভিযোগে মামুন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী কাজে অংশ নেওয়ায় জেলা যুবদলের সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন পা
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত