স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Updated Jan 15 2024
- / 454 Read
নিজস্ব প্রতিনিধি:
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ’র সহযোগী প্রতিষ্ঠান সরকার অনুমোদিত ফেনীর একমাত্র ইংলিশ ভার্সন স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি জাফর উদ্দিন।
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’র প্রিন্সিপাল মো: আবদুল হালিম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্কুল’র ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস পপি ও কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল।
এছাড়াও স্কুল’র শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি জাফর উদ্দিন বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকার পড়ালেখার সাথে সাথে খেলাধুলাকে গুরুত্ব দিয়েছে। ক্রীড়াঙ্গণে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। খেলাধুলা আমাদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না বরং মানসিকভাবে প্রফুল্ল রাখে। ছাত্র-ছাত্রীরা যত বেশি খেলাধুলায় মনযোগী হবে তত বেশি অনলাইন মাধ্যম ও গেমস’এ আসক্ত কম হবে।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ করে দিবেন। তাঁর সার্বিক বিষয়ে খোঁজখবর রাখবেন। এতে তারা যেমন উপকৃত হবে তেমনি আপনাদের স্বপ্ন পূরণ হবে আর আমাদের কষ্ট হবে স্বার্থক।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত