কোম্পানীগঞ্জে বন্দোবস্তীয় খতিয়ান পেল ভূমিহীন ১৫ পরিবার
- Updated Jan 15 2024
- / 428 Read
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর সিডিএসপি-ব্রিজিং প্রকল্পভূক্ত চরএলাহী উরির চর মৌজায় স্বপ্নের কাঙ্খিত সরকারি খাস জমির বন্দোবস্তীয় খতিয়ান বুঝে নিলেন ১৫ টি ভূমিহীন পরিবার। রবিবার নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সকাল ১১ ঘটিকায় তাদের হাতে খতিয়ান গুলি তুলেদেন।
এ খতিয়ান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্পের প্রজেক্ট সমন্বয়কারী, পরিচালক সাঈদ আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস। চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান তার বক্তব্যতে। তিনি আরো বলেন, ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির খতিয়ান বিতরণ এই সরকারের একটি অন্যতম প্রধান অগ্রাধিকার কর্মসূচি।
প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে
র কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প নোয়াখালীর প্রত্যন্ত চর এলাকায় ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি ভূমিহীনদেরকে বন্দোবস্ত প্রাপ্ত প্রতিখণ্ড খাস জমি যথাযথভাবে ব্যবহার ও চাষাবাদ করে সর্বোচ্চ ফসল উৎপাদনে নিজ পরিবার ও দেশকে স্বনির্ভর করার আহ্বান জানান।
খতিয়ান হাতে পেয়ে খুশি ভূমিহীন পরিবার গুলো। তারা দুই চোখে রঙ্গিন স্বপ্ন দেখছেন নিজের এক খন্ড ভূমিতে নানা কর্মযজ্ঞ পরিচালনা করে জীবিকা নির্বাহ ও কৃষিতে বিল্পব ঘটাতে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত