২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
  • Updated Jan 14 2024
  • / 426 Read

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি;
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর মাওলানা আবদুল মান্নান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ২৩ সালে পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সবক ও পাগড়ী প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খিরনশাল ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমদ।


শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবদুল মান্নান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ডা: একেএম আবদুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানুয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এইচ এম মহি উদ্দিন, সমাজ সেবক ও সাবেক মেম্বার সোলায়মান, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি তাজুল ইসলাম, সমাজ সেবক সেলিম মজুমদার, খিল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আইউব আলী, মুন্সিরহাট তাহেরাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার শরীফ মো: ইউসুফ, বিপুলাসার ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সুমন, ব্যবসায়ী মাওলানা আবু বকর, বসন্ততপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার সালমা আক্তার ভানু, পাশাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল মতিন, বসন্তপুর মাওলানা আবদুল মান্নান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মামুনুর রশিদ দাউদ, মাওলানা হাফেজ আশ্রাফ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্তপুর মাওলানা আবদুল মান্নান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ইয়াকুব শরীফ। বাহেরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইউনুসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিবাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে হাফেজ আবদুল মবিন খানকে পাগড়ী প্রদান ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *