পরশুরাম কলেজিয়েট স্কুল উদ্বোধন
- Updated Jan 14 2024
- / 541 Read
পরশুরাম প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অভিযোজন সক্ষম জাতি গড়ার প্রত্যয়ে পরশুরাম কলেজিয়েট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৩ই জানুয়ারি সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে মাল্টি এডুকেশন সেন্টার মেক'র ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায়, পরশুরাম কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন'র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক থেকে পরশুরাম কলেজিয়েট স্কুলের শুভ উদ্বোধন করেন পরশুরাম মডেল সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল
, বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন খাঁন, তদন্ত কর্মকর্তা মো: কাসেম, পরশুরাম পৌরসভার সদর কাউন্সিলর এনামুল হক এনাম, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান খোরশেদ আলম মজুমদার, এস্কান্দারিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মাঈন উদ্দিন আহমেদ, বনিক সমিতির সভাপতি এবং পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল খালেক (কন্ট্রাকটর) পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মুক্তি যোদ্ধা সন্তান কমিটির সভাপতি মতিউর রহমান, বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রফিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম কলেজিয়েট স্কুলের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্র ছাত্রীবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত