২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
খালের উপর একমাত্র চলাচলের কাঠের পুল ভেঙে ফেলার অভিযোগ শিক্ষার্থী ও সাধারন দুর্ভোগ
  • Updated Jan 14 2024
  • / 425 Read

 


চাটখিল প্রতিনিধি;
চলাচলের একমাত্র পথ খালের উপর কাঠের পুলটি ভেঙে ফেলার অভিযোগ করে ভুক্তভোগী কয়েকটি পরিবার। 
নিজেদের একমাত্র যাতায়াতের জন্যে সরকারি খালের উপরে তৈরি করা ব্যক্তিগত কাঠেরপুলটি ভেঙে এবং  বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি পরিবারের যাতায়াতে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে কতিপয় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ নিয়ে জেলা উপজেলা প্রশাসন কার্যালয়ে লিখিত অভিযোগ  এবং স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার গুলি।


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাদ মনর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের খাল। সেই খাল পরিদর্শন করে দেখা  যায় যে, কাঠের সাঁকোটি ভেঙে ভেঙে ফেলা হয়েছে। এবং ভেঙে এমনভাবে এখানে বেড়া দেওয়া হয়েছে, যাতে মনে হতে পারে এখানে কোন সাঁকোই  ছিল না।
ভুক্তভোগী পরিবারগুলি পক্ষে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেওয়া এক ভুক্তভোগী নারী লিপি আক্তার জানান, তারা বারবার এই সাঁকোটি তাদের অতি প্রয়োজনে সংস্কার ও নির্মাণ করলেও বারবারই বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী সরকারি রাস্তার মুখ কে নিজেদের দাবি করে এটা স্থানীয় কতিপয় সন্ত্রাসীদেরকে দিয়ে ভেঙে ফেলে কাঠ বাস লুট করে নিয়ে যায়।


ভুক্তভোগী পরিবার আরো জানান, তারা বিপাকে পড়েছেন সাঁকোটি ভাঙ্গার পর। কারণ তাদের বিকল্প কোন রাস্তা নেই। বিভিন্ন বাড়ি হয়ে বিভিন্ন বাগান হয়ে অনেকদূর ঘুরে যেতে হয় তাদেরকে নানা প্রয়োজনে। এমনকি তাদের বাড়ির বাচ্চাদের স্কুলে যাওয়াও এবং তার পঙ্গু স্বামীর যাতায়াতে মারাত্মক ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে। 
এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর সাবেক ইউএনও ব্যবস্থা নিতে নির্দেশ দেয়ার পরও এর সমাধান করতে পারেনি। বিষয়টি সমাধান করতে পারেননি হাট পুকুরিয়া ইউনিয়ন পরিষদ।
এই ব্যাপারে জানতে চাটখিল উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা শরণাপন্ন হই। তিনি এই নিয়ে ক্যামেরার সঙ্গে কথা না বললেও বিষয়টাকে গুরুত্বের সাথে নেন। তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান কে ফোন দিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি জানান ১৫ দিনের মধ্যেই এই সমস্যার সমাধান না হলে তিনি নিজে বিষয়টি দেখবেন।

Tags :

Share News

Copy Link

Comments *