২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ভোটার তালিকায় নাম না থাকায় ১৩ আইনজীবীর মামলা
  • Updated Jan 13 2024
  • / 437 Read



নিজস্ব প্রতিনিধি;
ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় আদালতে মামলা করেছেন ১৩ আইনজীবী। জেলা আইনজীবী সমিতি জানিয়েছে, এ বিষয়ে রোববার সিদ্ধান্ত জানানো হবে। 
বুধবার ওই মামলা করার পর আদালত বৃহস্পতিবারের (১১ জানুয়ারি) মধ্যেই আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছেন। 
বুধবার যুগ্ম-জেলা জজ প্রথম আদালতে তারা মামলাটি দায়ের করেন। মামলার বাদীরা হচ্ছেন - মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ মজুমদার, মিজানুর রহমান সেলিম, রায়হান উদ্দিন মামুন, এসএম আবুল মনসুর রানা, মো. আবদুল আহাদ ভূঞা, রবিউল হক ফরহাদ, আবদুল মালেক, সাইদুর রহমান রাব্বী, একরামুল হক ভূঁইয়া, সাইফুল্লাহ রাশেদ, শাহজালাল ভূঞা সবুজ ও আনোয়ারুল আজিম।


মামলায় উল্লেখ করা হয়, তারা বার কাউন্সিলের অনুমোদনক্রমে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। বিভিন্ন সময়ে ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিতেও দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ জুলাই সমিতির সাধারণ সভায় আগামী নির্বাচনে ভোটার না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা গঠনতন্ত্র বহির্ভূত। 
গত ২০ ডিসেম্বর নির্বাচন সংক্রান্ত তফসিল প্রকাশ করা হয়। জেলা আইনজীবী সমিতি ফেনীর গঠনতন্ত্রের অনুচ্ছেদ -০৭ এর উপ-অনুচ্ছেদ (গ) এর বিধানমতে, ‘কারা ভোটার হইবেন। যে সকল বিজ্ঞ সদস্য অত্র সমিতির মাধ্যমে সনদ নবায়ন করেন, বার কাউন্সিলে যাবতীয় পাওনা অত্র সমিতির মাধ্যমে পরিশোধ করেন এবং অত্র সমিতির যাবতীয় পাওনা যথারীতি পরিশোধ করেন এবং জেলার দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহে আইন পেশায় নিয়োজিত আছেন তারা ভোটার হিসাবে গণ্য হইবেন। 
মাদার বার ফেনী হইলেও যারা অন্য বারে যোগদান না করিয়া আইন পেশায় নিয়োজিত আছেন তারা ভোটার হবেন না। যে সকল সদস্য অন্য কোনো আইনজীবী সমিতির মাধ্যমে বার কাউন্সিলের পাওনা পরিশোধ করেন অর্থাৎ তাহাদের মাদার বার অন্য সমিতিতে কিন্তু জেলা আইনজীবী সমিতি ফেনীতে নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করেন - তারা জেলা আইনজীবী সমিতি ফেনীর ভোটার হওয়ার যোগ্য হবেন।’


এতে আরও উল্লেখ করা হয়, “ভোটাধিকার বহাল রাখতে ২৭ নভেম্বর কার্যনির্বাহী কমিটির বরাবরে আবেদন করা হলে তা অগ্রাহ্য করে ২৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ২০ জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য্য করা হয়।”
এ প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমরা সভা করেছি। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এ বিষয়ে রোববার সিদ্ধান্ত জানানো হবে।

Tags :

Share News

Copy Link

Comments *