০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফাজিলপুরে দিনদুপুরে স্বর্ণ দোকানে চুরি থানায় মামলা
  • Updated Jan 13 2024
  • / 636 Read


সদর প্রতিনিধি;
দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী আলাউদ্দিন। ফিরে এসে দেখেন ১০০ ভরি সোনা উধাও। দোকান থেকে শত ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এমনই ঘটনা ঘটে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে। 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের হাতে সিসি ক্যামেরার একটি ফুটেজ এসেছে। ফুটেজে দুজন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে ফেনী মডেল থানায় মামলা রেকর্ড হয়েছে।’


দোকান মালিক আলাউদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে বাড়িতে যাই। দুর্বৃত্তরা এ সুযোগে জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান। 


এ বিষয়ে ফেনী জেলা জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক বাচ্চু জানান, খবর পেয়ে ঘটনার দিন সমিতির সভাপতিসহ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করে দোকান মালিককে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *