২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল'র ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
  • Updated Jan 11 2024
  • / 434 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুমোদিত ফেনীর একমাত্র ইংলিশ ভার্সন স্কুল স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল এর ২০২৪ সালের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী আলা উদ্দিন।
স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি জাফর উদ্দিন, পরিচালক মাহমুদুল হক চৌধুরী, মিসেস থোয়াই অংপ্রু মারমা।


স্কুল শিক্ষিকা কামরুন নাহার’র সঞ্চালনায় এসময় স্কুলের ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস পপি ও কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুলসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী আলাউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণরাই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কারিগর। আজকের শিশুরাই আগামীর দক্ষ ও স্মার্ট তরুণ-তরুণী হবে। এসব শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। অত্র স্কুলের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল ও কো-অর্ডিনেটর এবং শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা দিন দিন উন্নতির দিকে যাচ্ছি। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 


স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি জাফর উদ্দিন ওরিয়েন্টেশন ক্লাসে আগত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্টার লাইন গ্রুপ’র সহযোগি প্রতিষ্ঠান গুলোর মধ্যে আমরা স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলকে আলাদাভাবে দেখি। এই স্কুলে সকল শ্রেণি পেশার মানুষের সন্তান পড়ালেখা করে। আমরা সবসময় তাদের নিজের সন্তানের মতো দেখি। অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নিজের সন্তানের মতো ছাত্র-ছাত্রীদের পাঠদান করে আসছে। আমরা শুধু ফেনীর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আপনাদের সকলের সহযোগিতায় স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল  স্কুল অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি।
প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। নতুন বছরের প্রথম ক্লাস নিয়ে আশাবাদী অভিভাবকরা। অত্র বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের সন্তানেরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে বিশ্বাস করেন অভিভাবকরা।

Tags :

Share News

Copy Link

Comments *