২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
লেমুয়া একাডেমিতে বই উৎসব সম্পন্ন
  • Updated Jan 10 2024
  • / 416 Read

 

স্টার লাইন ডেস্ক:
ফেনী সদর উপজেলার লেমুয়াতে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লেমুয়া একাডেমিতে নতুন বছরের বই উৎসব সম্পন্ন হয়েছে। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত বই উৎসবে শিক্ষার্থীদের একটা অংশের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। 


স্কুল মাঠে নতুন বছরের প্রথম দিন তথা জানুয়ারির এক তারিখে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেমুয়া একাডেমির পরিচালক, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মর্নিং নিউজের সম্পাদক এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক বুরহান উদ্দিন ফয়সল। স্কুলের সহকারী প্রধান শাহ আলমসহ শিক্ষক এবং অভিভাবকদের অনেকে বই উৎসবে উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'লেমুয়া একাডেমি আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, এখান থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করার জন্যই প্রতিষ্ঠানের যাত্রা। আগামীতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিব, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইজিপিসহ বড় বড় পদ অলংকৃত করবে এটা আমাদের স্বপ্ন।' 
তিনি বলেন, লেমুয়া একাডেমির স্লোগান 'আগামী দিনের সোনালী মানুষ গড়ার কারিগর', এই স্লোগান প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর বুকে ধারন করে পথ চলতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মানুষ, ভালো ছাত্র এবং ভালো ধার্মিক হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠান প্রধান আরিফুল ইসলাম বলেন, নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের একটা অংশের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি। তিনি জানান, ১০ জানুয়ারি বুধবার থেকে নতুন বছরের ক্লাস শুরু হবে।

Tags :

Share News

Copy Link

Comments *