০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনীতে ৩টি রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিজিট
  • Updated Jan 09 2024
  • / 635 Read


শহর প্রতিনিধি:
ফেনীতে রোটারি ইন্টারন্যাশনালের ৩টি ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারী ভিজিট সম্পন্ন হওয়া ক্লাবগুলো হচ্ছে, রোটারি ক্লাব অফ ফেনী, রোটারি ক্লাব অব ব্রাইট ওয়ার্ল্ড ও রোটারি ক্লাব অব সাইবার ওয়ার্ল্ড। ফেনী শহরের একটি চাইনীজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত ফিজিক্যাল এবং ভার্চুয়াল অফিসিয়াল ভিজিট পরবর্তী নিয়মিত সভায় উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৩২৮২ এর ২০২০-২১ রোটারি ইয়ারের গভর্নর পিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, ফার্স্ট ডিস্ট্রিক্ট ফার্স্ট লেভি ফিরোজা আহমেদ এবং ক্লাব তিনটির উপদেষ্টা ও ফার্স্ট ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি রোটাঃ ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও রোটারি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফার্স্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটাঃ পিপি জালাল উদ্দিন বাবলু, এরিয়া এডভাইজার রোটাঃ পিপি আবু জুবায়ের মুন্না, এরিয়া ডিরেক্টর রোটাঃ পিপি সাইদুল মিল্লাত মুক্তা, রোটাঃ পিপি ফিরোজ উদ্দিন আহমেদ, রোটাঃ পিপি জহির উদ্দিন, রোটাঃ পিপি নিজাম উদ্দিন, ফেনী ক্লাবের সেক্রেটারি রোটাঃ একে সাহা, ফেনী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মুসলিম উদ্দিন, ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ কেফায়েত উল্লাহ চৌধুরী, ফেনী সেন্ট্রালের সেক্রেটারি আলমগীর হোসেন, রোটাঃ আশরাফ হোসেইন ভূঁইয়া, রোটাঃ তাহমিনা আক্তার, রোটাঃ জয়নব বানু, রোটাঃ মুকুল, রোটাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।


রোটারি ক্লাব অব ব্রাইট ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট রোটাঃ ডা. ফারজানা আহমেদ চৌধুরী, রোটারি ক্লাব অব সাইবার ওয়ার্ডের প্রেসিডেন্ট রোটাঃ নাদিয়া তাবাসসুম ও রোটারি ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট রোটাঃ আবুল কাশেম নিজ নিজ ক্লাবের ভিজিট ও সভায় সভাপতিত্ব করেন। রোটারি ক্লাব অব ব্রাইট ওয়ার্ল্ড ও রোটারি ক্লাব অব সাইবার ওয়ার্ডের বিভিন্ন সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে রোটাঃ ডা. নাফিজ আদনান চৌধুরী, রোটাঃ জোসেপ এনাম চৌধুরী, রোটাঃ ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, রোটাঃ পলি, রোটাঃ নিপা, যুক্তরাজ্য থেকে লাহিন মাকসুদ, রোটাঃ নিম্নি, চায়না থেকে রোটাঃ ওয়াকডোল, ভারত থেকে রোটাঃ সেলিমুর রহমান, রোটাঃ অরুন বেদ, সিলেট থেকে রোটাঃ পিপি ফারজানা ইয়াসমিন, রোটাঃ আশরাফুল হক, চট্টগ্রাম থেকে রোটাঃ একে লিটন, রোটাঃ মারুফ সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল হতে অনলাইনের মাধ্যমে সভায় আরো অনেকে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।


সভা শেষে ৩টি ক্লাবের পক্ষ থেকে ২টি সার্ভিস প্রজেক্ট সম্পন্ন করা হয়। একটি প্রজেক্টে একজন অসহায় নারীকে স্বাবলম্বী করার সহায়তায় একটি সেলাই মেশিন প্রদান করা হয়। অপর আরেকটি প্রজেক্টের মাধ্যমে একজন শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
ডিসট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান ক্লাব ৩টির ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের অবহেলিত মানুষের সহায়তায় আরো বেশি এগিয়ে আসার আহ্বান করেন।

Tags :

Share News

Copy Link

Comments *