ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য নাসিম চৌধুরী
- Updated Jan 09 2024
- / 546 Read
পরশুরাম প্রতিনিধি;
ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
অপরদিকে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রুপের পরিচালক হাজী আলাউদ্দিন, বন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু।
অপরদিকে ফেনী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এছাড়াও মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টুো, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীপ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক, উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ এছাড়াও পরশুরাম পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, উপজেলা যুবলীগ, আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজের শিক্ষক ও কর্মচারী এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নাসিম চৌধুরীকে ফুলন শুভেচ্ছা জানান।
সোমবার দিনভর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এবং ফেনী জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নাসিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত