ইয়ুথনেট ফেনীর সমন্বয়কারী হলেন তন্নী
- Updated Jan 09 2024
- / 424 Read
স্টার লাইন ডেস্ক:
জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড বিজয়ী জাতীয় পর্যায়ের পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনীর জেলা সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন জলবায়ু কর্মী ফাহিম মুনতাসির তন্নী। গত ৫ জানুয়ারি ৪২ জেলায় সমন্বয়কারী নিয়োগ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
ফাহিম মুনতাসির তন্নী দীর্ঘদিন ধরে জলবায়ু সংকট মোকাবেলাসহ স্বেচ্ছাসেবামূলক কাজে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি ২০২৩ সালে ইয়ুথনেট ফেনী জেলার সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
তন্নী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট।এই সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায় থেকে যেমন কাজ করতে হবে তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও কাজ করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘ তিন বছর সুনামের সাথে কাজ করে সমন্বয়কের দায়িত্ব পেয়েছি। পৃথিবী বাঁচানোর এই লড়াইয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি আনন্দিত।
নতুন দায়িত্ব পেয়ে তিনি ইয়ুথনেট কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইয়ুথনেট ফেনীকে এগিয়ে নিতে সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, তন্নী ফেনী জেলার ফুলগাজী উপজেলার শরীফপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মোঃ ইউছুফ ভূঁইয়া ও ফরিদা আখ্তার মায়ার কনিষ্ঠ কন্যা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত