২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রহায়ণ, ১৪৩১
নির্বাচনের ওপর আস্থা আছে বলেই জনগণ কেন্দ্রে ভোট দিতে এসেছে - ওবায়দুল কাদের
  • Updated Jan 08 2024
  • / 434 Read


কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। নির্বাচনের ওপর আস্থা আছে বলেই জনগণ কেন্দ্রে ভোট দিতে এসেছে।
নির্বাচন বিরোধীরা আন্দোলনেও ব্যার্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায়না।


রোববার সকালে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুরে তার বাড়ি-সংলগ্ন উদয়ন প্রি-ক্যাডেট একাডেমিতে নিজ ভোট কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রচন্ড শীত উপেক্ষা করেও মা-বোনেরা বিপুল সংখ্যক ভোটার উৎসব মুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। তা দেশী-বিদেশী পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।


গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এতদিন সকলে শুনেছেন,নির্বাচন অংশ গ্রহণমূলক, ফ্রী, ফেয়ার হবে না। এখন সকলেই দেখতে পাচ্ছেন, জনগণের শতস্ফুর্ত এবং প্রচন্ড শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসছেন। এটাই নির্বাচনের স্বার্থকতা, গণতন্ত্রের সৌন্দর্য।

Tags :

Share News

Copy Link

Comments *