হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে তদন্ত কমিটি
- Updated Jan 08 2024
- / 502 Read
নিজস্ব প্রতিনিধি;
ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার একটি ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ওই কমিটিকে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে অনুরোধ করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পালনকালে প্রিসাইডিং অফিসার ও বক্তরমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অমির হোসেন চৌধুরীকে গালিগালাজ করে মারতে উদ্ধত এবং হুমকি প্রদান করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ। তার এরূপ আচরণের ঘটনা তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
ওই কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক ও পুলিশের সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার, সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। এ তদন্ত কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। আগামী ৩ কার্যদিবসের মধ্যে উক্ত ঘটনার সরে জমিন তদন্ত পূর্বক বিস্তারিত প্রতিবেদন জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলের অনুরোধ করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত