০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
সোনাগাজীতে সেনাবাহিনীর টহল শুরু
  • Updated Jan 04 2024
  • / 509 Read

 


সোনাগাজী প্রতিনিধি: 
সারাদেশের ন্যায় সোনাগাজীতেও টইল দেয়া শুরু করেছে সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনসহ পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টইলে স্বস্থি এসেছে ভোটারদের মাঝে।  


স্থানীয় সূত্র জানায়, ফেনী-৩ আসনে মোট ১০জন প্রার্থীর মধ্যে দাগনভূঞাঁ থেকে ৮জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সোনাগাজীর ২ প্রার্থী জাতীয় পার্টি মনোনিত মাসুদ উদ্দিন চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহর মধ্যে। তাই সোনাগাজীতে দুই প্রার্থীর সমর্থকেরা জোরালো প্রচারনা চালাচ্ছেন। এমত অবস্থায় যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য সোনাগাজী ছিলো ঝুঁকিপূর্ণ এলাকা। তাই সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর টইল শুরু হওয়ায় স্বস্থি এসেছে। 


আলমগীর হোসেন রিপন নামে একজন ভোটার বলেন। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী আগের নির্বাচন গুলোর চেয়ে এবার বেশি তৎপর। ভোটারেরা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার পরিবেশ তৈরী হয়েছে। 
উল্লেখ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৮দিন নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবে সেনাবাহিনী।

Tags :

Share News

Copy Link

Comments *