০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
সংলাপ ফেনীর নাটক বর্ণচোর মঞ্চস্থ
  • Updated Jan 04 2024
  • / 493 Read

 

সাংস্কৃতিক প্রতিবেদক;
ফেনী শহীদ মিনারের মুক্ত মঞ্চে গত ২ জানুয়ারী মঙ্গলবার রাত আটটায় ফেনীর প্রাচীন ও ঐতিহ্যবাহী নাট্য সংগঠন সংলাপ-ফেনী মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত বর্ণচোর নাটকটি মঞ্চস্থ করে। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ রচিত ও কিশান মোশাররফ এর নির্দেশনায় নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন বাবু বিষ্ণুপদ চক্রবর্তী।

অন্যান্ন চরিত্রে অভিনয় করেন নারায়ন নাগ, মারুফ, সমর দেব নাথ, দৌলত আরা দোলা ও কিশান মোশাররফ।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার সমর্থনে ফেনী ২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচার সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে ফেনী শহীদ মিনারের মুক্তমঞ্চে পক্ষকাল ব্যাপী ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কবিতা আবৃত্তি, গান ও নাটক পরিবেশন করে আসছে। তারই ধারাবাহিকতায় সংলাপ-ফেনী 'বর্ণচোর' নাটকটি গত মঙ্গলবার রাতে মঞ্চস্থ করে। মাঠ ভর্তি সহস্রাধিক দর্শক নাটকটি উপভোগ করে।

Tags :

Share News

Copy Link

Comments *