পৌর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ফেনীতে সুর ও নৃত্যে নির্বাচনী প্রচারণা
- Updated Jan 04 2024
- / 414 Read
শহর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে ও নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন চলছে মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশনা।
ফেনী পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সাংস্কৃতিক মঞ্চে অংশগ্রহন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার বিভিন্ন সংগঠন। গতকাল সন্ধ্যায় দোলন দাসের সপ্তপদী, সুর নিকেতনের দোলন বণিক, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সমর দেব নাথ ও আনোয়ার হোসেন রাজুর পরিচালনায় ফেনী থিয়েটারের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। এসময় হাজার হাজার দর্শক তুমুল করতালির মাধ্যমে সংগীত ও নৃত্য শিল্পীদের উৎসাহ দিতে দেখা যায়।
উল্লেখ যে, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের নির্বাচনী উপ-কমিটির উদ্যোগে এই সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়। এরপর থেকে টানা প্রতিদিনই ফেনীর সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষন করছে। বিশেষ করে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর আন্তরিকতায় নির্বাচনী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা উজ্জীবিত। আজ বৃহস্পতিবার পর্যন্ত এই মঞ্চ নির্বাচনী সংগীত, গণসংগীত ও নৃত্য পরিবেশনা অব্যাহত থাকবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত