০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
পরশুরাম উপজেলা কেন্দ্র কমিটির মতবিনিময় সভায়  নৌকা সত্তর পার্সেন্ট ভোট পাবে -নাসিম চৌধুরী
  • Updated Jan 04 2024
  • / 439 Read



পরশুরাম প্রতিনিধি;
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের পরশুরাম উপজেলা কেন্দ্র কমিটির সাথে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নাসিম মতবিনিময় সভা করেছেন। 


এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নভেম্বরের পর থেকে নির্বাচনি এলাকায় তিনি গ্রাম গ্রামে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি তাঁর পরিবারের সব সদস্যরাও মাঠ চষে বেড়াচ্ছেন। মাঠের অবস্থা তিনি দেখেছেন। সবদলমত নির্বিশেষে এলাকার বেশীর ভাগ ভোটার নৌকার পক্ষে কাজ করছেন। 
ফেনী-১ এলাকায় উৎসবমুখর নির্বাচনি আমেজ দেখা দিয়েছে। তিনি আশা করেন প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আরো বলেন, সাত জানুয়ারির নির্বাচনে সত্তর পার্সেন্ট ভোট নৌকায় পাওয়ার মাধ্যমে তিনি নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
বুধবার সকালে শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর এলাকাসহ মির্জানগর চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নের কেন্দ্র কমিটির সভাপতি, আহবায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। 


উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদা’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপ কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের পরিচালনায় মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বক্সমাহমুদ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।

Tags :

Share News

Copy Link

Comments *