২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফুলগাজীর সংখ্যা লঘুদের সাথে পথসভায়  এখন থেকে কোন লোক ভারতে যেতে হবে না -আলাউদ্দিন চৌধুরী নাসিম
  • Updated Jan 03 2024
  • / 508 Read

 

বিশেষ প্রতিনিধি;
আমার কখনো আপোস করার প্রয়োজন হবেনা। আমি মাথানত করে থাকবো না। জনপ্রতিনিধিদেরকে বলে দিয়েছি যা করেছেন তা আর করা চলবেনা। এখন থেকে প্রতি সাপ্তাহে আমি এলাকায় আসবো। ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় নিয়মিত যাতায়াত করবো। তিন উপজেলায় আমার ৩টি অফিস থাকবে। এ অঞ্চলে কোন অন্যায় চলবেনা। মঙ্গলবার বিকালে ফুলগাজী উপজেলার জগ্ননাথ বাড়ী মন্দির প্রাঙ্গনে ফুলগাজী উপজেলার সংখ্যালঘু সম্পদায়ের সাথে নির্বাচনী পথ সভায় ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এসব কথা বলেন।


তিনি আরো বলেন, এ অঞ্চল থেকে কোন সনাতন ধর্মের ব্যক্তি নির্যাতিত হয়ে এদেশ থেকে চলে যাবে তা হতে দেওয়া যাবে না। কেননা এ দেশের আদি বাসিন্দা সনাতন ধর্মীরা। তাদেরকে বাপ দাদার বাড়ি থেকে যারা বিতারিত করতে চায় তাদের প্রতি আইনের সর্বোচ্চ বিধান প্রয়োগ করা হবে। এখন থেকে আপনাদের সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব আমার। আমি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব নিতে চাই। তাই আপনারা ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে দয়া করে আমাকে একটি ভোট দিবেন। আমার বিপক্ষে ভোট দিলেও কারও কিছু করার থাকবেনা। আমি আপনাদের কাছে আসবো। বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য। আপনারা আগামী ৭ তারিখে কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। 


পথসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান কেন্দ্রিয় কমিটির সভাপতি সাবেক রাষ্ট্র দূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা ও ফুলগাজী জগ্নানাথ মন্দির সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য। ফেনী জেলাহিন্দু হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।

 

Tags :

Share News

Copy Link

Comments *