সোনাগাজীতে লাঙ্গল’র ভোট চাইলেন নৌকার প্রার্থী
- Updated Jan 03 2024
- / 456 Read
সোনাগাজী প্রতিনিধি:
ফেনী-৩ আসনে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাইলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।
মঙ্গলবার বিকালে উপজেলার মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, ২০১৪ সালে আমরা সবাই সহযোগিতা করে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ এমপি বানিয়েছিলাম। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এবং তিনি আমাদের সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের অফিসে হামলা করেছেন। আজ তিনি আবারো স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট প্রার্থনা করছেন। আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। আমি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়েও সোনাগাজী-দাগনভূঁঞা উপজেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান লাঙ্গল প্রতীক’র প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে ভোট চাইছি। আমি অনুরোধ করব সোনাগাজী-দাগনভূঁঞা উপজেলা আ’লীগের নেতাকর্মী, অঙ্গ সংগঠনসহ সকলকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।
এসময় ফেনী-৩ আসনের উন্নয়নে ভোট ভিক্ষা চান লাঙ্গল প্রতিকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে: জে: (অব) মাসুদ উদ্দিন চৌধুরী।
কর্মী সমাবেশে সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টারলাইন গ্রুফের পরিচালক হাজী আলাউদ্দিন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবুর সার্বিক তত্বাবধায়নে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. নাছির উদ্দিন বাহার, শাখাওয়াতুল হক বিটু, চরচান্দিয়ার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরদরবেশ'র ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো, মঙ্গলকান্দির ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, বগাদানার ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুলসহ সকল জনপ্রতিনিধি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।