২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
স্বৈরাচারী সরকারের হাতে পুলিশও রেহাই পাচ্ছে না -ভিপি জয়নাল
  • Updated Sep 16 2023
  • / 175 Read

ফেনীতে বিএনপির জনসভায় 


স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দীর মুক্তির দাবীতে ফেনীতে জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি। 
শুক্রবার বিকেলে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন’র উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, কিছুদিন আগে ঢাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন সরকারী দলের ছাত্র সংগঠনের দুই নেতার সাথে বিতর্কতি আচরণ করলে তাকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্তে সনাক্ত হলে তাদেরকেও বরখাস্ত করা হবে। পুলিশ এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচারীদের কথা না শুনে সাধারণ মানুষের পক্ষে কাজ করতে হবে। মানুষ প্রশাসনকে শ্রদ্ধা করে। মিথ্যা মামলা না দিয়ে মানুষের প্রতি সুদৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। 

ভিপি জয়নাল আরো বলেন, সরকারকে পতন করতে আগামীতে মহা আন্দোলনের কর্মসূচি আসছে। এতে জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সরকার গঠন করা হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্বৈরাচারী সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে না ফিরে  সকলই ঐক্যবদ্ধ হয়ে আন্দলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে কঠিন জবাব দেয়া হবে। 
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, নির্বাহী সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।

এ ছাড়াও বক্তব্য দেন, জেলা বিএনপির  সদস্য এনামুল হক এনাম, সাইফুর রহমান রতন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আলিম, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার, যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুল আলম খোকন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈমুল্যাহ চৌধুরী বরাত, তাতিঁ দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সহ-সভাপতি মিল্লাত হোসেন মিল্লাত প্রমূখ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ।

Tags :

Share News

Copy Link

Comments *