২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী পৌর আ.লীগ ও ব্যবসায়ী সমিতির গণসংযোগে 'নিজাম হাজারীকে ভোট দিয়ে উন্নয়ন সমৃদ্ধ করুন' -আ.জ.ম নাছির
  • Updated Jan 03 2024
  • / 437 Read

স্টাফ রিপোর্টার;
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ফেনীর উন্নয়ন অব্যাহত রাখতে ও ফেনীকে সমৃদ্ধ করতে ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে দরকার। নিজাম উদ্দিন হাজারীকে তার কর্মদক্ষতা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে মনোনীত করেছেন। এ জনপদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি যথাযথ ভাবে কাজ করছেন। তাই আগামী ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজাম হাজারীকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। দেশের চলমান উন্নয়ন ও সমৃদ্ধি প্রসারিত করতে এ সরকারকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য অনুরোধ জানান তিনি।


গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বড় বাজারে পৌর আওয়ামী লীগ ও শহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে নির্বাচনী গণসংযোগে তিনি অংশ নেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। 
এসময় তিনি আরও বলেন, নিজাম উদ্দিন হাজারীকে মূল্যায়ন করে আবারও দলের ভাবমূর্তি রক্ষা করার উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এ জনপদে ব্যবসায়ী ও সাধারণ মানুষ শান্তিতে আছে। 


এসময় উপস্থিত ছিলেন, নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম, ফেনী পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসনে, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বাজুস'র ফেনী জেলা সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বড় বাজারে প্রতিটি ব্যবসায়ীকে নৌকার লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগ শেষে শহরের শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সাংস্কৃতিক মঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *