ফেনীর মিনি এয়ারপোর্ট স্টার লাইন বাস কাউন্টার
- Updated Jan 03 2024
- / 436 Read
নজরুল বিন মাহমুদুল:
ফেনীর মিনি এয়ারপোর্ট হিসেবে খ্যাতি অর্জন করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন বাস কাউন্টার। ১৯৯৪ সালে মাত্র ২ টি বাস নিয়ে যাত্রা শুরু হওয়া স্টার লাইন স্পেশালের বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন গাড়ি।
এয়ারপোর্টগামী যাত্রী ছাড়াও স্টার লাইন স্পেশাল এখন নিয়মিত লক্ষীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
প্রবাসী অধ্যুষিত জেলা ফেনী। চট্টগ্রাম বিভাগে ৬ টি উপজেলার সমন্বয়ে ফেনী গঠিত হলেও এই জেলার অধিকাংশ মানুষ প্রবাসে গমন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। যার ফলশ্রুতিতে এই অঞ্চলের মানুষকে ফেনী থেকে ঢাকা হয়ে বিমানবন্দর যেতে হয়। এতে করে ঢাকার টিটি পাড়া থেকে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য বাড়তি ভোগান্তি পোহাতে হত। বর্তমানে স্টার লাইন স্পেশাল এর কল্যাণে এসব ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে।
একটা সময় খুব কম সংখ্যক মানুষ প্রবাসে অবস্থান করতেন। কিন্তু সময়ের সাথে সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে ফেনী তথা সারাদেশের মানুষ প্রবাসমুখী হচ্ছেন। এতে দেশের অর্থনীতিতে যেমন যুক্ত হচ্ছে রেমিট্যান্স তেমনি সমৃদ্ধ হচ্ছে প্রবাসীদের পরিবার।
এই বিষয়ে সৌদিআরব প্রবাসী মোঃ জহিরুল ইসলাম জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবৎ প্রবাসে অবস্থান করছি। আগে যখন আমরা প্রবাসে যেতাম তখন আমরা বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হতাম। পাশাপাশি বাড়তি ভাড়ার সাথে সাথে বাড়তি চিন্তায় থাকতে হতো। আমরা চাইলেই একা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারতাম না। কেননা আমাদের সঙ্গে থাকা মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে থাকতাম। এজন্য পরিচিত ২/১ জন আত্মীয়স্বজনকে আমাদের সাথে ঢাকা নিয়ে যাওয়া লাগতো। এতে আমাদের বাড়তি ভাড়া গুনতে হতে। এছাড়াও আমাদের সাথে যারা এয়ারপোর্টে যেত তারা বাড়ি না ফেরা পর্যন্ত আমরা চিন্তার মধ্যে থাকতাম। বর্তমানে প্রবাসীদের এমন কোন চিন্তায় থাকতে হয় না। কারণ এখন ফেনী থেকে সরাসরি স্টার লাইন স্পেশাল বাসে করে আমরা খুব সহজে স্বল্প খরচে কোন প্রকার ভোগান্তি ছাড়াই এয়ারপোর্ট পৌঁছতে পারছি।
গ্রীস প্রবাসী সাব্বির আহমেদ জানান, প্রবাসীদের আর্শিবাদের আরেক নাম স্টার লাইন স্পেশাল বাস। ফেনীর মিনি এয়ারপোর্ট খ্যাত স্টার লাইন স্পেশাল বাসে করে প্রবাসীরা যেকোন সময় তাদের গন্তব্যে যথাসময়ে পৌঁছতে পারছে।
ফেনী জেলা প্রবাসী পরিবারের গ্রুপ ক্রিয়েটর কাতার প্রবাসী মিলন আহমেদ জানান, স্টার লাইন গ্রুপ আমাদের ফেনীর মানুষের গর্ব। স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্টার লাইন স্পেশাল বাসের সার্ভিস নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে করে প্রবাসীদের খরচ যেমন কম হচ্ছে তেমনি নির্ভয়ে প্রবাসীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। সেবার মান আরো বৃদ্ধি করার জন্য তিনি স্টার লাইন স্পেশাল বাস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরিবেশবাদী সংগঠন পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কাজে বিভিন্ন জেলায় ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে। ফেনীর বাহিরে যাওয়ার জন্য এই অঞ্চলের মানুষের প্রথম পছন্দ স্টার লাইন স্পেশাল বাস। ভাড়া থেকে শুরু করে যাত্রী সুবিধা সবমিলিয়ে স্টার লাইন স্পেশাল বাস পরবিহন জগতের রোল মডেল হিসেব সুখ্যাতি অর্জন করেছে। স্টার লাইন স্পেশালের প্রধান কাউন্টারসহ বিভিন্ন কাউন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে। স্টার লাইন স্পেশাল অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করছি।
স্টার লাইন স্পেশাল বাস এর (জিএম) বেলাল হোসেন জানান, ফেনী থেকে প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ টি গাড়ি। এসব গাড়িতে অন্যান্য যাত্রীর পাশাপাশি প্রবাসী থাকেন প্রায় অর্ধ শতাধিক। স্টার লাইন স্পেশাল প্রধান কাউন্টার থেকে নিয়মিত আধাঘণ্টা পর পর এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে গাড়ি।
তিনি আরো বলেন, স্টার লাইন স্পেশাল এর পরিচালনা পর্ষদের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, স্টার লাইন গ্রুপের পথচলা শুরু হয়েছে স্টার লাইন স্পেশাল বাস এর হাত ধরে। স্টার লাইন স্পেশাল বাস এর প্রতিষ্ঠাতালগ্ন থেকে শুরু করে আমরা যাত্রী সেবার মানোন্ননের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে তথ্য প্রযুক্তি খাতে যে উন্নতি সাধন হয়েছে আমরা সেটি ব্যবহার করে যাত্রীদের সুবিধার্থে অনলাইন টিকেটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছি। আমরা বিশ^াস করি এতে করে যাত্রীরা আরো সহজে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
তিনি আরো বলেন, ফেনীর মানুষের কথা চিন্তা করে আমরা নতুন নতুন রুটে া গাড়ি সংযোজন করে যাচ্ছি। ফেনী থেকে বিদেশগামীদের কথা চিন্তা করে আমরা স্টার লাইন স্পেশাল বাস এর বিশেষ সার্ভিস রেখেছি। এতে করে প্রবাসী ভাইদের যেমন সময় কম লাগছে তেমনি সাশ্রয়ী হচ্ছে খরচ। এছাড়াও বিভিন্ন ধরনের হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছেন প্রবাসীরা। প্রবাসীদের কথা চিন্তা করে আমরা নতুন নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে ফেনী থেকে বিদেশগামীদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।
পাতা১/৩কলাম/ছবি ৬
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে লিফলেট বিতরণ করেন ফেনী জেলা সম্মিলিত ক্রীড়া পরিবার।
এসময় অংশ নেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে বি এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য জাফর উদ্দিন, মজিবুল হক রিপন, হাছিনা আক্তার নিঝুম, মঞ্জিলা আক্তার মিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে নিজাম উদ্দিন হাজারীকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী জেলা সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত