২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • Updated Jan 02 2024
  • / 456 Read




শহর প্রতিনিধি:   
ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি এ.এস.এম নুর উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন (ছুট্টু), কোষাধ্যক্ষ এম.এস. হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ ভূঁইয়া, কার্যকরী কাউন্সিল’র সদস্য  আবুল কাসেম,  সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), গোলাম সরওয়ার বাহার, মনোয়ারা বেগম, মোহাম্মদ নুরুল করিম, মোঃ আখতার হোসেন চৌধুরী, কাড়িওলজী কনসালটেন্ট ডা: আইয়ুব,ডা: মো : শাহ মেওয়াজ মামুন সহ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, আজীবন সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ হাসপাতালের সিনিয়র কনসালটেন্টবৃন্দ এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফেনী তমিজিয়া মসজিদের মাওলানা আব্দুল আজিজ সাহেব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকতা কর্মচারীদের সরকারি সাকুলার অনুযায়ী বেতন বাড়ানোর সিদান্ত নেওয়া হয়।    

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন জানান গত ১৪ বছর পূর্বে ফেনীর কয়েকজন স্বপ্নবাজ মানুষ ফেনীর মানুষের কথা চিন্তা করে ফেনীর রাঝাজি দিঘির পাড়ে ছোট পরিসরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এ প্রতিষ্ঠান গত ১৪ টি বছর  ফেনী সহ আশপাশের জেলার লাখ লাখ রোগীকে সেবা দিয়ে সুনাম অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে এখন পূর্যন্ত প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স,ও কর্মকতা কর্মচারীরা নিরলস ভাবে কাজ করছে। এ প্রতিষ্ঠান এ অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বস্ততার প্রতিক আমরা আগামীতে এ প্রতিষ্ঠানের আরো সফলা অর্জন করতে চিকিৎসক, নার্স, কর্মকতা, কর্মচারীদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে অনুরোধ জানান।

Tags :

Share News

Copy Link

Comments *