০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীর উত্তরা হাসপাতালে মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবার উদ্বোধন
  • Updated Jan 01 2024
  • / 424 Read

নিজস্ব প্রতিনিধি;
ফেনীর উত্তরা হাসপাতালে মুক্তিযোদ্ধা ও হাফেজদের ৫০% ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উত্তরা হাসপাতালে আয়োজিত মুক্তিযোদ্ধা ও হাফেজদের ৫০% ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব। 


হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান ভূঞা মাছুম'র সভাপতিত্বে এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন'র পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসেন মজুমদার, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা আবু তাহের, নির্বাহী পরিচালক ফখরুদ্দিন সাহেদ, পরিচালক জহির উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও হাসপাতালের ডাক্তার এবং কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনের শুরুতে ৫০ জন হাফেজ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শেষে বিভিন্ন সেবায় চারজনকে সম্মাননা দেওয়া হয়েছে।

 

Tags :

Share News

Copy Link

Comments *