ফেনীতে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আশীষ মারা গেছেন
- Updated Jan 01 2024
- / 484 Read
নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আশীষ চন্দ্র সরকার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সকালে আশীষ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
আশীষের ভাই পরিতোষ চন্দ্র সরকার জানান, আশীষের শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিলো। তাঁকে হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। আশীষের মরদেহ আজই বাড়িতে নিয়ে শেষকৃত্য করা হবে।
একই ঘটনায় দগ্ধ আশীষের স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও একমাত্র সন্তান রিক সরকার (৯) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। টুম্পার শরীরের ৪৭ শতাংশ ও রিকের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
তিনি আরো জানান, তিন ভাই এক বোনের মধ্যে আশীষ সবার বড় ছিলেন। তাঁদের পরিবারের সবাই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় থাকেন। তিনি চাকরির সুবাদে ফেনীতে থাকতেন। তিনি ফেনীতে এরিস্টো ফার্মার হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইতালি ভবন-২ এর পঞ্চম তলার বাসায় আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন আশীষ, টুম্পা ও রিক। পরে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে ধারণা তাঁদের। তবে চুলার গ্যাস থেকেও আগুন লেগে থাকতে পারে। প্রতিবেশীরা চিৎকার শুনে গিয়ে দেখেন, শরীরে আগুন নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামছেন তিনজন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত