২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রহায়ণ, ১৪৩১
‘ভোটার উপস্থিতির মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দিতে হবে’ -নিজাম হাজারী এমপি
  • Updated Dec 30 2023
  • / 453 Read



নিজস্ব প্রতিনিধি: 
ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিদেশীদের মাথা ব্যাথা। সংবিধান অনুযায়ী নির্বাচনে তাদের বিরোধীতা। নির্বাচন বানচাল করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। ষড়যন্ত্রকারীদের বুঝিয়ে দিতে হবে; দেশের মানুষ উন্নয়নের পক্ষে আছে। ভোটার উপস্থিতির মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। 

তিনি বৃহস্পতি ও শুক্রবার দিনভর বালিগাঁও, কালীদহ, মোটবী ও ছনুয়ায় নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণাকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের এসব কথা বলেন। 
শুক্রবার বিকালে বালিগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি ছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক, বর্তমান সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভা সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।


কালীদহ ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক একে শহীদুল্লাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মীর হোসেন দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হাদী ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শম্ভু বৈষ্ণব, সদস্য সাংবাদিক জসিম মাহমুদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এদিকে বৃহস্পতিবার ছনুয়া ও মোটবী ইউনিয়নে নিজাম উদ্দিন হাজারী এমপির নৌকা প্রতীকের প্রচারনা ও গণসংযোগে আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। 

Tags :

Share News

Copy Link

Comments *