ফেনী-৩ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই -স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ
- Updated Dec 30 2023
- / 432 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা ও সাবেক সংসদ হাজী রহিম উল্যাহ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এখানে নির্বাচনের সুষ্ঠু কোন পরিবেশ নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকদের হয়রানি শুরু করেছে। প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর লোকজন প্রতিনিয়ত ঈগল প্রতীকের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। ৮ তারিখে থেকে কেউ বাড়ি ঘরে থাকতে পারবে না বলে তারা প্রকাশ্যে ঘোষনা দিচ্ছে।
তিনি এসব বিষয়ে রিটার্নিং অফিসারকে মৌখিক অভিযোগ করলে রির্টানিং অফিসার বলেন, লিখিত অভিযোগ করতে। কিন্তু আমি লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় এলাকায় রক্তপাত হতে পারে। এ আশংকায় আমি লিখিত অভিযোগ করছি না। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে প্রতিদ্বন্দ্বি লাঙ্গলের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী হাজী রহিম উল্যাহ আমার নিজ এলাকার সন্তান। প্রতীক বরাদ্দের পর থেকে সে স্থানীয় এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে আসছে। হঠাৎ তার এ সমস্ত অভিযোগের কোন ভিত্তি নেই। নির্বাচনে বিশেষ সুবিধা নেওয়ার জন্য এসব কথা বলতে পারেন।
জানতে চাইলে জেলা রিটানিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, স্বতন্ত্র প্রার্থীর নিকট থেকে ফোনে তিনি বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে দুইজন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি ম্যাজিস্ট্রেটকে নির্বাচনী এলাকায় ঘুরে খোঁজ-খবর নেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত