চোখের দৃষ্টি ফিরে পেতে চান মরু বালা দাস
- Updated Sep 16 2023
- / 315 Read
নিজস্ব প্রতিনিধি:
দু'চোখের দৃষ্টি ফিরে পেতে চান ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ষাটোর্ধ মরু বালা দাস। স্বামী সন্তান না থাকায় বিনা চিকিৎসায় অসহায়ত্ব জীবন যাপন করছেন তিনি। আলাপকালে মরু বালা দাস জানায়, পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ধোঁপা বাড়িতে সন্তান ছাড়াও স্বামী সাজন চন্দ্র দাসকে নিয়ে অনেক সুখের সংসার ছিলো ষাটোর্ধ মরু বালা দাসের। ছাগলনাইয়া বাজারের একটি দোকানে দীর্ঘদিন তিনি স্বামীসহ ধোঁপার (লন্ড্রি) কাজ করতেন।
মানুষের জামা কাপড় কাঁচার কাজ করতে গিয়ে ব্লিচিং পাউডার পড়ে তার দু'চোখ নষ্ট হয়ে যায়। গত তিন বছর আগে চোখের পরীক্ষা নীরিক্ষা করানোর পর ডাক্তার জানায় তার দু'চোখ নষ্ট হয়ে গেছে। চোখের দৃষ্টি ফেরাতে অপারেশনের প্রয়োজন। তার কোনো ছেলে মেয়ে নেই। একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তি স্বামী সাজন চন্দ্র দাস হার্ট এট্যাকে মারা গেছেন ২০১৩ সালে। স্বামী সন্তান না থাকায় মানুষের ধারে ধারে ঘুরেও মরু বালা দাস টাকার অভাবে এখনো পর্যন্ত চোখের কোনো অপারেশন করতে পারেনি।
এছাড়াও তার হার্ট এবং লিভারের সমস্যা রয়েছে। মরু বালা দাস অপারেশনের মাধ্যমে তার দু'চোখের দৃষ্টি ফেরাতে সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত